এই ফোর টোয়েন্টি নির্বাচন নিয়ে বড়াই করার কিছুই নেই: মান্না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ফোর টোয়েন্টির’ নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে তা নিয়ে বড়াই করার কিছু নেই বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রচণ্ড নির্যাতনের মধ্যেও আমরা দাঁড়িয়ে আছি, এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে থাকব; পারলে ঠেকান। কী করবেন? গ্রেপ্তার করবেন ? সাজা দেবেন? দিতে থাকেন, আন্দোলন বন্ধ করতে পারবেন না।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যতই নাটক করেন, যত কিছুই করেন ৭ জানুয়ারি আসবে, চলে যাবে আপনার সংকট শেষ হবে না। এই নির্বাচন তথাকথিত জালিয়াতির নির্বাচন, আওয়ামী লীগকে ইতোমধ্যে নির্বাসনে পাঠিয়েছে, এবার তেপান্তরে পাঠাবে। বাঁচার উপায় নেই আওয়ামী লীগের। যত কিছুই করেন না কেন, জনগণের রুদ্ধ রোষানলে আপনারা টিকতে পারবেন না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘সম্প্রতি ট্রেনে আগুন লাগার ঘটনায় পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছেন। মনে হয়েছে আওয়ামী লীগের প্যাডে তিনি বিবৃতি দিয়েছেন। কোনো তদন্ত ছাড়াই তিনি বললেন, ট্রেনে আগুন দিয়েছে বিরোধীদল। ট্রেনের আগুন লাগা বগিতে নুরুল নামে একজন ছিলেন, তিনি বলেছেন পোশাক (রেলের কর্মচারীর পোশাক) পরা লোক ট্রেনে আগুন দিয়েছে। এরা এই পোশাক পেল কোথায়? এগুলোর কোনো তদন্ত নেই।’
মান্না বলেন, ‘তাই কমিশনারের বক্তব্য থেকে বোঝা যায়, পুলিশ প্রশাসন ও সরকার এক হয়ে বিরোধীদলের আন্দোলন দমনের জন্য কাজ করছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।