ভালোবাসা দিবসে পরীমণির চমক
প্রিয় নানা শামসুল হক গাজীকে হারিয়ে অনেকটা একা হয়ে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। নিজেকে সামলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। অভিনয় আর একমাত্র সন্তান রাজ্যকে (শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়েই এখন তার সকল ব্যস্ততা। ক’দিন আগে একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন এই নায়িকা। কাজ করছেন তাদের বিজ্ঞাপনেও।
এবার পরী আসছেন ভালোবাসা দিবসে বিশেষ চমক নিয়ে। কাজ করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে। এতে পরীর সহশিল্পী এবিএম সুমন। এর মধ্য দিয়ে প্রথমবারের একসঙ্গে কাজ করবেন তারা।
জানা গেছে, সুমন ও পরীকে নিয়ে রোমান্টিক গল্প বুনেছেন আরিয়ান। নাম ‘বুকিং’। আর এটি থাকছে ‘লাভ স্টোরিস’ সিরিজে। বিশেষ আকর্ষণ হিসেবে এটি উন্মুক্ত হবে আসছে ভালোবাসা দিবসে বঙ্গ অ্যাপ-এ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নির্মাতা আরিয়ানের কথায়, ‘এটি হবে ফিল গুড লাভ স্টোরি।’
এবিএম সুমন বলেন, ‘দারুণ একটা প্রেমের গল্প। পরীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আরিয়ানও আমার প্রিয় নির্মাতাদের একজন।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
বঙ্গ’র চিফ কনন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন নিয়ে আসে। তারই একটি প্রয়াস “লাভ স্টোরিস”। আসন্ন ভালোবাসা দিবসে দর্শকদের ভালো কিছু গল্প উপহার দিতেই এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি গল্পের মধ্যে অন্যতম হচ্ছে “বুকিং”। আমরা বিশ্বাস করি, এই কাজটি দর্শকদের ভালো লাগবে।’