ঢামেকে যুদ্ধাপরাধীসহ ২ কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩, ২৩:১৩
শেয়ার :
ঢামেকে যুদ্ধাপরাধীসহ ২ কারাবন্দীর মৃত্যু

কারারক্ষীদের পাহারায় থাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বন্দী মারা গেছেন। তারা হলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার সাজাপ্রাপ্ত বন্দী (কয়েদী) আলীম উদ্দীন খান (৭৮) ও বিচারকাজ চলমান থাকা (হাজতি) বন্দী আলী আক্কাস মজুমদার (৫০)।

আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলার সাজাপ্রাপ্ত বন্দী (কয়েদি) আলীম উদ্দীন খানকে শারীরিক অসুস্থতার জন্য গত ১৭ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নতুন ভবনে তিনি মারা যান। তার কয়েদি নম্বর ৬১১৯/এ। তিনি ময়মনসিংহ পাগলা উপজেলার সাধুয়া গ্রামের বাসিন্দা। তার ২০ বছর বিনাশ্রম সাজা হয়েছিল।

সূত্রটি আরও জানায়, হাসপাতালে নতুন ভবনে অপর এক বন্দী (হাজতি) আলী আক্কাস মজুমদার সকাল সোয়া ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল সোমবার অসুস্থতাজনিত কারণে বন্দি আলী আক্কাসকে হাসপাতালে নতুন ভবনে ভর্তি করা হয়। তিনি কুমিল্লা চৌদ্দগ্রামের নয়াগ্রামের বাসিন্দা ছিলেন। যাত্রাবাড়ী থানার মাদক মামলার হাজতি হিসেবে কারাগারে ছিলেন তিনি। তার হাজতি নম্বর ৬১১৬৬/২৩।

কারারক্ষীদের পাহারায় থাকা দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া