টানা ১১ বার ঢাকার সেরা করদাতা আসলাম সেরনিয়াবাত
টানা ১১ বার ঢাকার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত। আগামীকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সর্বোচ্চ করদাতাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনিবআর) চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
আরও পড়ুন:
ঢাকার আজ কোথায় কী আয়োজন
জানা গেছে, পিরোজপুরের কৃতী সন্তান বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি), ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান আমায়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বারভিডার প্রথম ভাইস প্রেসিডেন্ট আসলাম সেরনিয়াবাত। এ বছর নিয়ে তিনি টানা ১১ বার ঢাকার সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা অর্জন করবেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।