ট্রেনে দুর্বৃত্তের আগুনে নিহত আরেক ব্যক্তির পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩
শেয়ার :
ট্রেনে দুর্বৃত্তের আগুনে নিহত আরেক ব্যক্তির পরিচয় মিলেছে
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত আরও এক মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম রশীদ ঢালী (৬০)।

আজ মঙ্গলবার বিকেলে রশীদ ঢালির স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলিং ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে না।

হাসপাতালে রশীদ ঢালীর ভাতিজা বেলাল আহমেদ জানান, সোয়েটার, হাতের নখ, জুতা দেখে তার চাচার মৃতদেহ শনাক্ত করেছেন। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার উত্তর নাগরা গ্রামে। এলাকাতেই তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। নেত্রকোনা থেকে ট্রেনযোগে কমলাপুর আসছিলেন তিনি। দুপুরে জানা যায়, ট্রেনে আগুন লেগেছিল। পরে ঢাকা মেডিকেলে এসে মরদেহ শনাক্ত করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, ‘অজ্ঞাত একজনের পরিচয় শনাক্ত হয়েছে। বিকেলে স্বজনরা পরনের কাপড় ও জুতা দেখে তার মরদেহ শনাক্ত করেন।’