নতুন প্রেমে শ্রাবন্তী!
গুঞ্জনটা বহুদিনের। তবে দুজনেই ‘স্রেফ বন্ধু’ আর ‘পেশাদার সম্পর্ক’ বলেই উড়িয়ে দিয়েছিলেন। এবার তাদের ঘনিষ্ঠ মহল থেকে মিলল গুঞ্জনের সত্যতা! শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা। আর শিগগির ‘সম্পর্ক’র বিষয়টি প্রকাশ্যে আনতে যাচ্ছেন তারা। বলা হচ্ছে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও নির্মাতা শুভ্রজিৎ মিত্রের কথা।
এই নির্মাতার ‘দেবী চৌধুরানী’ সিনেমাতে অভিনয় করছেন শ্রাবন্তী। এর সুবাদেই তাদের মধ্যে মেলামেশাটাও বেড়েছে। আর সেখান থেকেই নাকি প্রেমের নতুন খাতা খুলেছেন তারা।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘অভিযাত্রিক’র পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম করছেন। শুভ্রজিতের পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন এই চিত্রনায়িকা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তারা। উৎসবের পুরো সময়টাতে তারা ঘুরে বেড়িয়েছেন একসঙ্গে। কলকাতায় ফিরে আসার পরই জানা যায়, শ্রাবন্তীকে নিয়ে ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ। এতে শ্রাবন্তীর বিপরীতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। জড়িয়েছেন বিতর্কেও। বিয়ে করেছেন তিনটি, সবগুলো সংসারই ভেঙেছে তার। সবশেষ রোহান সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর, এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ওপার বাংলার এই তারকা। তবে সেটা অবশ্য পরিণতি পায়নি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি সিনেমায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে তার সঙ্গে আছেন জীতু কমল। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।