টিআইবি-সুজন ভুয়া, বিএনপির দোসর: ওবায়দুল কাদের
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিককে (সুজন) ‘ভুয়া’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, এরা বিএনপির দোসর। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের আয়োজিত বিজয় শোভাযাত্রা সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা আজ মিছিলের শহর। ঢাকা আজ নৌকার শহর। এখন সবখানে নৌকার মিছিল। সারাদেশে এখন নৌকার মিছিল। খেলা হবে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি।’
তিনি বলেন, ‘বিএনপির এক দফা ভুয়া, ২৮ দফা ভুয়া। যারা বলে ২৭ দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, তারা ভুয়া। টিআইবি ভুয়া। সুজন ভুয়া। এরা বিএনপির দোসর।’
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ফিলিস্তিনের ঘটনার যারা প্রতিবাদ করে না, তারা খাঁটি মুসলমান না। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার শেখ হাসিনাই প্রথম প্রতিবাদ করেন। বিএনপি-জামায়াত প্রতিবাদ করেনি। তারা সমমনা। তারা এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে।’
তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া। তাদের নেতা নেই নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন!’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না ‘
বিএনপির কারাগারে থাকা নেতাকর্মীদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে।’
তেজগাঁওয়ে রেলে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘রেলে যারা আগুন দিয়ে চারটি প্রাণ খুন করেছে, তাদের ক্ষমা নেই। ইসরায়েল-ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল কে করেছে? এক্সপ্রেসওয়ে কে করেছেন? পদ্মা সেতু কে করেছেন? গ্রামে বিদ্যুৎ কে দিয়েছেন? গ্রামকে শহর কে করেছেন? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছেন। মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র কে করেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছেন? মায়ের নামে সন্তানের রেজিস্ট্রেশনের ব্যবস্থা কে করেছেন? শেখ হাসিনা করেছেন। নারীদের ডিসি-এসপি-ইউএনও-জজ এসব পদে কে নিয়েছেন? শেখ হাসিনা নিয়েছেন। ভোটও তাকেই দিতে হবে। নারীদের সম্মান কে দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘যারা বলে নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসবে না তাদের বলি- ৭ তারিখ নারীদের লাইন লম্বা থাকবে, পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি হবে।’
এ সময় ঢাকা জেলা ও মহানগরের ১৯টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।’
গতকাল সোমবার আওয়ামী লীগকে ১৯ শর্তে এ শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিজয় শোভাযাত্রা করেছে।