ডিবি কার্যালয় থেকে বেরিয়ে ভুল স্বীকার করলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৭
শেয়ার :
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে ভুল স্বীকার করলেন অপু বিশ্বাস

গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) তলব করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

আজ দুপুর ১২টার দিকে ডিবি হারুন অর রশীদ তাদের দুজনকে (তাপস ও অপু) নিয়ে আলোচনায় বসেন। সেখানে থেকে বেরিয়ে সংবাদকর্মীদের মুখোমুখি হন অপু। এ সময় নিজের ভুল স্বীকার করেন এই চিত্রনায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘ভাইয়া-ভাবির (কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আজ আমি অনেক খুশি। তবে এখানে এভাবে দেখা হবে, এটা আমি আশা করিনি। তারপরও ভালো লাগছে তারা সুখী আছেন এটি ভেবে। আমি বলব- চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার টেনে আনা উচিত না। আমার মনে হয়, দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত। কারণ আমরা যতদিন নায়ক-নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব, ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন।’

নিজের ভুল স্বীকার করে অপু বলেন, ‘আমি মনে করি আমরা সবাই মানুষ। আর ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমাদের যে বিষয়টি হয়েছে, সেটি এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। আমি দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে, তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি, ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, তারাও দয়া করে এটি ডিলিট করে ফেলবেন।’

জানা গেছে, গেল রবিবার অপুর ভিডিওবার্তা প্রকাশের পরই ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি হারুন অর রশীদ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে আলোচনায় উঠে আসেন তাপস ও তার স্ত্রী মুন্নী, চিত্রনায়িকা শবনম বুবলী। ওদিন ফেসবুকে মুন্নী লেখেন, ‘তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।’

এ নিয়ে পরবর্তীতে সংবাদমাধ্যমে মুন্নী দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পোস্টটি হ্যাকাররা করেছিলেন।

এর কয়েকদিন পরই নেটদুনিয়ায় মুন্নী ও অপুর একটি কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়ে। আর এই পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন শবনম বুবলী।

সম্প্রতি এক অনুষ্ঠানে মুন্নী সেই ফাঁস হওয়া অডিও রেকর্ডটি নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি অভিযোগ আনেন অপুর বিরুদ্ধে। এরপর ঘটনায় নতুন মোড় নেয় গত ১৭ ডিসেম্বর। এদিন দীর্ঘ এক ভিডিওবার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নীর দিকেই তোলেন। আর বুবলীর প্রতি তার বিষোদগার তো ছিলই।