আইএএনএস বার্তা সংস্থার সিংহভাগ মালিকানা এখন আদানি গ্রুপের
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এর সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে আদানি গ্রুপ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন এই শিল্পগোষ্ঠী এর আগে বেসরকারি নিউজ চ্যানেল এনডিটিভি-র সিংহভাগ শেয়ার কিনে নিয়েছিল।
এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড বা আইএএনএস হল পিটিআই ও এএনআইয়ের মত একটি বার্তা সংস্থা। এই নিউজ এজেন্সির দফতর নয়া দিল্লিতে। আদানি মিডিয়া কোম্পানি সংস্থাটির ৫০.৫০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। যার অর্থ সংখ্যাগরিষ্ঠ শেয়ার এখন আদানি গোষ্ঠীর।
আদানি গোষ্ঠী মিডিয়ায় ব্যবসা শুরু করেছে গত বছর, ২০২২ সালে। প্রথমে তারা ডিজিটাল সংবাদমাধ্যম বিকিউ প্রাইম কিনে নেয়। তারপর গত বছর ২০২২-এর ডিসেম্বর মাসে এনডিটিভি-র ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয় আদানি গোষ্ঠী।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রেগুলেটরি ফাইলিংয়ে এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। গত আর্থিক বছরে আইএএনএস-এর রেভিনিউ ছিল ১১ দশমিক ৮৬ কোটি টাকা।
এখন থেকে আইএএনএস-এর সব অপারেশনাল ও ম্যানেজমেন্ট কন্ট্রোল তথা পুরো নিয়ন্ত্রণ আদানি গোষ্ঠীর হাতেই থাকবে। এই চুক্তির ফলে আইএএনএস হল আদানির মিডিয়া কোম্পানির একটি সাবসিডিয়ারি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস