নৌকা প্রতীক পেয়ে ছেলেকে ‘ডামি প্রার্থী’ বললেন মন্ত্রী
নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এই আসনে আমার ছেলে ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করবে।’
পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা দেখে আমাকে নৌকা দিয়েছেন। তিনি বলেছিলেন কারও চেহারা দেখে নৌকা দেওয়া হবে না। এলাকায় প্রার্থীর জনপ্রিয়তা দেখেই নৌকা দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা উন্নয়নের নির্বাচন করব। আমরা উন্নয়ন করেছি। উন্নয়ন দেখেই জনগণ আমাদের ভোট দেবে। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেই চতুর্থবারের মতো নৌকা দিয়েছেন। আমি যেহেতু ১৫ বছর তার আস্থা ধরে রাখতে পেরেছি, ইনশাল্লাহ আগামী পাঁচ বছরেও এই আস্থা ধরে রাখতে পারব।’
ভোটারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা দেশে শান্তি চাই। উন্নয়ন চাই। আমরা শক্তিশালী অর্থনৈতিক এক দেশ গড়ে তুলতে চাই। তাই সবাই নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
এ নিয়ে টানা চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা পেলেন গোলাম দস্তগীর গাজী। এর আগে তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?