আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে: মাহবুবুর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩
শেয়ার :
আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে: মাহবুবুর

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের সাথে আমাদের সবাইকে অংশীদার হতে হবে। তাই উন্নয়নের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।’

আজ সোমবার দুপুরে ঢাকার দোহার উপজেলা মেঘুলা কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পরিষদ আয়োজিত দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘যারা হত দরিদ্র, অসহায়, পড়াশোনা করতে পারে না, এমন ব্যক্তিদের খুঁজে খুঁজে অবস্থা বুঝে প্রতি বছর ২০ লাখ অর্থাৎ ৫ বছরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি টাকা দেওয়া হয়েছে।’

মাহবুব আরও বলেন, ‘আমি ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে জেলা পরিষদের মাধ্যমে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছি। আমি জেলা পরিষদকে অসহায় ও কৃতিত্বের পাশে দাঁড় করিয়েছি।’

অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে ২ শতাধিক শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লার সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান খান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসী, মো. সুলাইমান শরিফ, গোলাম মোস্তফা, সাজু আহমেদ, মালিকান্দা মেঘুলা কলেজর সিনিয়র প্রভাষক মিজানুর রহমান, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।