দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫
শেয়ার :
দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

পূর্ব বিরোধের জের ধরে পাবনার সাঁথিয়ার নাগডেমড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তিশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আহতরা হলেন- হাবিল, মতিন, হাসান, মিজানুর, শিহাব, সুমন আহমেদ টুকু, রাকিব, বুলবুল, আবু দায়েন, আব্দুস সামাদ, ফজর আলী। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান এবং নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের ‘খ’ অঞ্চলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের মধ্যে বিরোধ চলছিল। হাফিজুর চেয়ারম্যান ও তার সমর্থকরা দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিল। গতকাল রবিবার চেয়ারম্যান হাফিজুর তার সমর্থকদের নিয়ে বাড়ি আসে। এ খবর জানার পর ওইদিন সকালে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শাহ আলম, রতন, সাইদ, বিল্লাল, আবুল ফকির, মজিবর ফকির, ফখরুল, নজরুল, রহম, জিহাদ, আলম, সাইফুল, পলাশ সরকারের বাড়িসহ উভয় পক্ষের অন্তত ১০-১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে।

এ বিষয়ে নাগডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান হারুন রশিদের অত্যাচারে আমি ও আমার সমর্থকরা দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলাম। গতকাল আমি ও আমার সমর্থকরা গ্রামে আসলে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে আমার এবং আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট এবং মরধর করে। আমি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘হাফিজ চেয়ারম্যান তার সমর্থকদের সাথে করে নিয়ে গতকাল গ্রামে আসে এবং আমার আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং মারধর করে।’  সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হারুন চেয়ারম্যান পক্ষ বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।’