জন্মদিন কাটিয়েই উড়াল দিলেন শাবনূর

বিনোদন প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬
শেয়ার :
জন্মদিন কাটিয়েই উড়াল দিলেন শাবনূর

অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দেশে ফেরার পরই জানা গেল, নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। আর গতকাল রবিবার ছিল এই নায়িকার জন্মদিন। ৪৪ পেরিয়ে ৪৫ পা রেখেছেন তিনি। এদিন নতুন সিনেমা ‘মাতাল হাওয়া’র ঘোষণা দেওয়া হয়। যেখানে শাবনূরের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

এদিকে, গতকাল ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন শাবনূর। ঘরোয়া আয়োজনে কাটা হয় কেকও। যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সংগীতশিল্পী রবি চৌধুরী ও কণ্ঠশিল্পী কোনালসহ অনেকেই।

জন্মদিনের বিশেষ দিনটি কাটিয়ে আজ সোমবার সকালে বিমানের একটি ফ্লাইটে নায়িকা উড়াল দিলেন নিজ গ্রামের বাড়ি যশোরে। সেখানে নিকট আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। ফিরবেন চলতি মাসের ২৮ তারিখ। বিষয়টি নিশ্চিত করেছে শাবনূরের একাধিক ঘনিষ্ঠ সূত্র।

জানা গেছে, দীর্ঘদিন পর দেশে আসার কারণে ব্যক্তিগত অনেক কাজ জমে গেছে শাবনূরের। আপাতত সেসব কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি। এর মধ্যে নতুন সিনেমার অনুশীলনেও অংশ নিয়েছেন এই চিত্রনায়িকা। তবে ক্যামেরার সামনে দাঁড়াতে আরও কিছুদিন সময় লাগবে তার। এর মধ্যে নাকি নির্মাতার (চয়নিকা চৌধুরী) কাছ থেকে তিন মাসের সময়ও চেয়েছেন শাবনূর। এই তিন মাসের মধ্যে নিজের ফিটনেস ঠিক করে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

খোঁজ নিয়ে আরও জানা যায়, শাবনূরের এবারের ঢাকা সফর তিন মাসের মতো। আগামী বছর ফেব্রুয়ারিতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তবে সেটিও মাত্র ১৫ দিনের জন্য। মার্চের শুরুর দিকে আবার ঢাকায় আসবেন এই চিত্রনায়িকা। এই সময়ের মধ্যে সাংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকদের মুখোমুখি হওয়ার খুব একটা ইচ্ছে নেই তার। আর ‘মাতাল হাওয়া’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনাও মার্চের দিকে।