স্বচ্ছ আখতারউজ্জামানে নড়বড়ে চুমকি

গাজীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
স্বচ্ছ আখতারউজ্জামানে নড়বড়ে চুমকি

গাজীপুর-৫ আসনে এবার নৌকার মূল লড়াই হবে ‘ঘরের’ স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে দুই প্রার্থীরই প্রায় সমান জনপ্রিয়তা রয়েছে। ফলে নৌকার প্রার্থী হিসেবে মেহের আফরোজ চুমকির জয় পাওয়াটা খুব একটা সহজ হবে না। গাজীপুর-৫ আসনটি কালীগঞ্জ উপজেলা, সদর উপজেলার বারিয়া ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন শহীদ ময়েজউদ্দিনের কন্যা মেহের আফরোজ চুমকি। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি ১৯৯৬ সালে সংরক্ষিত সংসদ সদস্য হন। এরপর নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন তিনি।

এবার চুমকির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান। তিনি ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হন তিনি। পরের প্রতিটি সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন চেয়েও পাননি।

আখতারউজ্জামান জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবেও তার সুনাম রয়েছে। ফলে আখতারউজ্জামানের কারণে চুমকি কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। এ দুজন বাদে আরও সাতজন প্রার্থী

নির্বাচনে লড়ছেন। তারা হলেন- জাতীয় পার্টির সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন, জাসদের প্রার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এএনএম মনিরুজ্জামান, ইসলামী ফ্রন্টের আল-অমিন দেওয়ান, গণফোরামের মো. সোহেল মিয়া, বিএসপির উর্মি ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।

একই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফি মেহেদী হাসান। তিনি বলেন, এখানে মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর। ভোটাররাও দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে আছেন।