প্রশংসায় ভাসছেন মেহজাবিন
প্রেম-বিরহের চটকদার গল্পে দাঁড়িয়ে আছে নাটক ইন্ডাস্ট্রি। যত সস্তা প্রেম আর আপত্তিকর সংলাপ, ততই যেন ভিউ-ভাইরাল। এমন অস্থির সময়ে অনন্য ভিন্ন গল্প নিয়ে হাজির হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ‘অনন্যা’ নামের এই কাজের মাধ্যমে অনেক দিন পর নাটকে ফিরলেন। আর তাতেই চমকে দিলেন। জাহান সুলতানা ও জাকারিয়া নেওয়াজের চিত্রনাট্য এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি ১৬ ডিসেম্বর উন্মুক্ত হয়েছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। মূলত এর পরই প্রশংসায় ভাসছেন মেহজাবিন, সঙ্গে পুরো টিমও। নাটকের মন্তব্যের ঘরের দর্শক প্রতিক্রিয়াগুলো এমন- ‘মনটা ভরে গেল। এত প্রাসঙ্গিক নাটকটি। সন্তান তো শুধু মায়ের নয়, একটা বাচ্চার দায়িত্ব পরিবারের সবার। সবার সাহায্যেই একটি শিশু আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। খুব ভালো লাগল। অভিনয়, পরিচালনা সব।’
নাটকে ঘরে ও বাইরে একজন কর্মজীবী মায়ের জীবন তুলে ধরা হয়েছে। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। তিনি বলেন, “জন্মদান, কখনই কোনো কর্মমুখী মায়ের জন্য ‘একটি ফুল স্টপ’ হওয়া উচিত নয়। প্রিয় পরিবার-পরিজন এবং বন্ধুগণ, আসুন কর্মমুখী নারীদের সমর্থন দিতে একতাবদ্ধ হই। তাদের স্বপ্নগুলো লালন করতে পারার পরিবেশ গড়ে তুলি এবং এই অবিশ্বাস্য, দৃঢ়চেতা নারীদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করি।”
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মেহজাবিন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, ডলি জহুর, ইসরাত সালেহা, আজম খান, এবি রোকন, বেলায়েত হোসেন, তুষার মামুন প্রমুখ।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল