নানা আয়োজনে ঢাকা ক্লাবের বিজয় দিবস পালন
ক্লাবের এক মুক্তিযোদ্ধা সদস্যকে ক্রেস্ট ও উত্তরিয় পরিয়ে দেওয়া হচ্ছে। বামে ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন ও মাঝে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে বিশেষ অনুষ্ঠান করেছে ঢাকা ক্লাব লিমিটেড। ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সামাজিক এ ক্লাব ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) স্বাগত বক্তব্য দেন। পরে ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ক্লাবের মুক্তিযোদ্ধা সদস্যগণকে ক্রেস্ট ও উত্তরিয় পরিয়ে সম্মাননা প্রদান করেন।
প্রথম ছবিতে ক্লাবের এক মুক্তিযোদ্ধা সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ছবিতে ক্লাবের মুক্তিযোদ্ধা সদস্যদের যৌথ ছবি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুল আলম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ এবং বীর মুক্তিযোদ্ধা মাসরুর-উল-হক সিদ্দিকী, বীর উত্তম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
যাদুশিল্পী, বাঁশিবাদক ও চিত্রশিল্পী জুয়েল আইচের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
এছাড়াও অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বক্তব্য দেন এবং কবিতা পাঠ করেন। শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বিশেষ নৃত্যানুষ্ঠানসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং ক্লাবের সদস্যবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।