পেছাল আওয়ামী লীগের বিজয় র‌্যালি

অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩
শেয়ার :
পেছাল আওয়ামী লীগের বিজয় র‌্যালি

আওয়ামী লীগ লোগো

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে বিজয় র‌্যালি আগামীকালের পরিবর্তে পরদিন মঙ্গলবার হবে।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘১৮ তারিখের পরিবর্তে ১৯ ডিসেম্বর শোভাযাত্রা হবে। ওই দিন বেলা আড়াইটা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে শেষ হবে।’