‘তাদের সমস্যা আছে বলেই তারা ক্যামেরার সামনে গিয়েছেন’
বিনোদন প্রতিবেদক
প্রেম করছেন গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপস চিত্রনায়িকা শবনম বুবলী! হঠাৎ এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজে। এর পরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয় তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি অডিও রেকর্ড। যেখানে মুন্নীর সকল অভিযোগ- বুবলীকে নিয়ে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সম্প্রতি ভাইরাল হওয়া কথোপকথনটি নিয়ে কথা বলেছেন তাপসের স্ত্রী মুন্নী। এবার তার সকল অভিযোগ অপুর বিশ্বাসের দিকে। মুন্নী জানান, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। শুধু তাই না, তাকে ঢাল হিসেবে ব্যবহারও করেছেন তিনি।
তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন দু’চার কথাও। তবে বিষয়টি নিয়ে নিরব ছিলেন অপু। অবশেষে তিনিও কথা বললেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অপুর কথা, ‘এটা খুবই হাস্যকর। বিষয়টি নিয়ে অনেকের অনেক কথা শুনেছি। এত কিছুর পর আমার আর বলার কী থাকতে পারে! উনি (ফারজানা মুন্নী) নিজেকে শিশু দাবি করেছেন। বলেছেন, প্রত্যেকের মনেই একজন শিশু বাস করে। উনার মনের শিশুটা কতটুকু, কোন ক্লাসে পড়ে? উনার মত পার্সোনালিটি সম্পন্ন মানুষের কাছে এমন বক্তব্য আশা করিনি। মানুষ এত অবুঝ না, তারা বোঝে; কী ঘটেছে, কী হয়েছে।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে উনারা (তাপস ও তার স্ত্রী) ইন্টারভিউ দিতে গিয়েছেন। কী প্রয়োজন ছিল? আমরা গাড়ি নষ্ট হলে ফিটনেস ঠিক করতে নিয়ে যাই। তেমনি তাদের সমস্যা আছে বলেই তারা ক্যামেরার সামনে গিয়েছেন।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
অপুর দাবি, এসব সব সাজানো নাটক। যার স্ক্রিপ্টটা খুবই দুর্বল। আর বুবলীকে এখনও ‘ঘৃণা’ করেন অপু। তার কারণেই শাকিব-অপুর সংসারে ভেঙেছে। একই ভাবে তাপস-মুুন্নীর সংসারটিও ভাঙতে চেয়েছিলেন বুবলী।