দেশে ফিরেছেন শাবনূর, করছেন রিহার্সালও
নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন। এর মধ্যে গেল ক’বছর তার দেশে আসার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেটি আর হয়ে উঠেনি। ঢাকাই সিনেমার সাড়া জাগানো এই নায়িকার জন্মদিন আজ রবিবার। ৪৪ পেরিয়ে ৪৫ পা রাখলেন তিনি। আর এর মধ্যেই জানা গেল, অনেকটা গোপনেই দেশে ফিরেছেন শাবনূর।
তিনি জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। বছর তিনেক পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন।
শাবনূরের কথায়, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ, অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, নতুন সিনেমার কথাবার্তাও চলছে। সিনেমার গল্প শুনছেন। চলছে রিহার্সালও। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আর এতে শাবনূরের বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। আগামী বছরের ঈদে পর্দায় ফিরবেন ঢাকাই সিনেমার দাপুটে এই অভিনেত্রী।
তবে এর মধ্যে শারীরিকভাবে নিজেকেও পুরোপুরি ফিট করতে চান শাবনূর। নায়িকার ভাষ্য, ‘আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ-আলোচনা করছি ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ, তা-ও ঠিক আছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরব না। কোনোভাবেই না। ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিটায় খেয়াল রাখতে হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন শাবনূর। বিশেষ কোনো আয়োজন না থাকলেও, ঘরোয়া আয়োজনে দিনটি কাটাবেন তিনি।
শাবনূর বলেন, ‘সবাই আমাকে এখনো এতটা ভালোবাসে, এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি হয়। রাত ১২টা বাজতে না বাজতেই ফোনে এসএমএস আসে, অনেকে কথাও বলে। ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে। সহকর্মীদের ভালোবাসায়ও আমি মুগ্ধ। কেউই আমাকে বুঝতে দেয় না, অনেক দিন কাজে নেই। দেশের মানুষের মনে শাবনূর হয়ে জায়গা করতে পেরেছি। সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে, এর চেয়ে বড় অর্জন আর কীই-বা হতে পারে। ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই, আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’