এবার ইসরায়েলি ভূখণ্ডে হুথির ড্রোন হামলা
লোহিত সাগর নয়, এবার ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর দাবি করল ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। গতকাল শনিবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের ইলাত বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও।
এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। শুক্রবারও ইসরায়েলমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করে তারা। বৃহস্পতিবার একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
তবে ইসরায়েলের বন্দরে হামলা নিয়ে এখনো কোনে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দেশটির সামরিক বাহিনী আইডিএফ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস