ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭
শেয়ার :
ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কাশীপুর খিলমার্কেট এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মো. সুলতান মিয়া (৬২), তার শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। মোছা. সাহিদা খাতুন (৫০) -এর শরীরের ৫৩ শতাংশ, মো. নবী হোসেন (২৯)-এর শরীরের ২২ শতাংশ এবং মো. আলী হোসেন (২৭) এর শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। 

উদ্ধারকারী অটোচালক রনি আহমেদ বলেন, আলী হোসেন অটো গাড়ির মেরামতের কাজ করেন। কাজ শেষে বাসায় ফিরে গোসলের পানি গরম করার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণে আগুনের ঘটনাটি ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা, বাবা, ছোট ভাই এবং তিনি নিজেও দগ্ধ হয়। পরে তারা নিজেরাই বাসা থেকে দৌঁড়ে বাইরে বের হন। 

পরবর্তী সময়ে প্রতিবেশীরা তাদের শরীরের আগুন নিভিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রবিবার সকাল সাড়ে ৬টায় তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন অবজারভেশনে চিকিৎসাধানো হয়েছে।