ইতিহাসে এই দিনে ‘বুদাপেস্ট নগরীর পত্তন হয়’
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’। আজ রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ইতিহাসের পাতায় ১৭ ডিসেম্বর:
১৩৯৯ - পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩ - বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩ - রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন। দিনটি যুক্তরাষ্ট্রে রাইট ব্রাদার্স দিবস।
১৯৩১ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
১৯৪২ - বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন।
১৯৯৬ - পেরুর জিম্মি সংকট শুরু।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ যাদের জন্মতারিখ:
১৭৭০ - লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার ও পিয়ানো বাদক।
১৮৫৭ - সুন্দরীমোহন দাস, প্রখ্যাত ভারতীয় চিকিৎসক, বিশিষ্ট লেখক ও সমাজসেবী।
১৮৯২ - ভারতীয় বাঙালি সাংবাদিক বঙ্কিমচন্দ্র সেন।
১৯০০ - ব্রিটিশ গণিতবিদ মেরি কার্টরাইট।
১৯০২ - মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীতশিল্পী।
১৯০৪ - মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
১৯২০ - কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩১ - দিলীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৬ - বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।
১৯৭৯ - শাবনূর, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
আজ যাদের মৃত্যুদিন:
১৯৩৮ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক।
১৯৬১ - শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মাকসুদ হিলালী।
২০০২ - আইদেউ সন্দিকৈ, অসমীয়া চলচ্চিত্রের প্রথম নারী অভিনেত্রী।
২০১১ - কিম জং-ইল, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব।
২০১৯ - ড.শ্রীরাম লাগু, নাক-কান-গলা বিশেষজ্ঞ ভারতীয় চিকিৎসক এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।