মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪২
শেয়ার :
মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল বাজার সংলগ্ন পদ্মা শাখা নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফাইজা (৬)।

উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাবু হালদার জানান, সন্ধ্যায় হাসাইলের চর থেকে খেয়া পারাপারের একটি ট্রলার ২০-২২ জন যাত্রী নিয়ে হাসাইল বাজারের গুদারাঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি গুদারাঘাটের কাছাকাছি আসলে বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নেমেছে। এর আগে স্থানীয়রা ২ জনের মরদেহ উদ্ধার করে। দক্ষিণ দশআনি নামে বাল্কহেডটি জব্দ করেছে স্থানীয়রা। তবে বাল্কহেডের চালক ও কর্মচারীরা পালিয়েছেন।

তিনি আরও জানান, ট্রলার ডুবিতে অধিকাংশ যাত্রীই সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা জানা যায়নি।

বেপরোয়া বাল্কহেড চলাচলের কারণে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনায় একের পর এক নৌ-দুর্ঘটনা ঘটে চলেছে। চলতি বছরের ৬ অক্টোবর জেলার গজারিয়া লঞ্চঘাটের অদুরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে ৬ জনের প্রাণহানি ঘটে। এ বছরের ৫ আগষ্ট জেলার লৌহজং উপজেলার রসকাটি গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালে বাল্কহেডের ধাক্কায় ১০ জন নিহত হন। এছাড়া ৬ মাস আগে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে লাল মিয়া চাঁন (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়।