চিত্রনায়ক ফেরদৌসকে যে পরামর্শ দিলেন ইলিয়াস কাঞ্চন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
এ সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে আমি অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে সামনে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকা ১০ আসনের মত একটি গুরুত্বপূর্ণ আসনে প্রধানমন্ত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন। তুমি এই আসনের মানুষগুলোর কথা চিন্তা করবে। আমি আগেই বলেছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। শহীদ-বুদ্ধিজীবীদের যেভাবে সন্মান দেওয়া দরকার ছিল আমরা কিন্তু সেভাবে সম্মান দিতে পারিনা। ৫২ বছর পার হয়ে গেছে কিন্তু শহীদ-বুদ্ধিজীবীদের চাওয়া-পাওয়াকে আমরা পূরণ করতে পারিনি। শহীদ-বুদ্ধিজীবীদের কথা চিন্তা করে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার কর্মকে সমাধান করবে। বড় ভাই হিসেবে এটাই আমার চাওয়া।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত না। কারণ আমি (নিরাপদ সড়ক চাই) আন্দোলন করি, সেটার জন্য আমাকে অনেক ধর্য্যধরণ করতে হয়। অনেক আগেই ছোটভাই ফেরদৌসকে আমি বলেছিলাম- তুমি আসছো। আমার জানাই ছিল ফেরদৌসকে প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই।’