আলাদা গাড়িতে মেয়ের স্কুলে অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮
শেয়ার :
আলাদা গাড়িতে মেয়ের স্কুলে অভিষেক-ঐশ্বরিয়া

বলিউড তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোবিজের দিনকে দিন জোর গতিতেই বইছে। যদিও বিয়ের পর থেকে এমন গুঞ্জনের মুখোমুখি বহুবার হয়েছেন এই তারকা দম্পতি। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। শুধুমাত্র মেয়ে আরাধ্যার মুখের দিকে তাকিয়েই নাকি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না অভিষেক-ঐশ্বর্য। এসবের মাঝেই ফের একসঙ্গে দেখা গেল তাদের।

আজ শনিবার মুম্বাইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চনদের সঙ্গে দেখা গেল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। যদিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে অভিষেক-ঐশ্বরিয়াকে আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। ঐশ্বরিয়ার সঙ্গে এদিন এসেছিলেন তার মা বৃন্দা রাই। তারপর স্বামী অভিষেকের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় রাই সুন্দরীকে। ভাগ্নে অগস্ত্য নন্দাকে দেখে গাল টিপে দেন অভিনেত্রী। সেখানে দেখা গেল অমিতাভ বচ্চনকেও।

ঐশ্বরিয়া-অভিষেক কেন আলাদা গাড়িতে এসেছেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়। কেউ লিখেছেন, ‘আরাধ্য তো সব সময় মায়ের সঙ্গেই আঠার মতো আটকে থাকে, বাবার দিকে ফিরেও তাকায় না'।

আবার অন্য কেউ লিখেছেন, ‘ভালো করে দেখুন, ঐশ্বরিয়া তার মায়ের সঙ্গে এসেছেন এক গাড়িতে, আর বচ্চনরা আলাদা গাড়িতে।’ কারো কথায়, ‘শ্বশুরমশাই অমিতাভ তো ঐশ্বরিয়ার দিকে তাকালেনও না, এড়িয়ে চললেন।’