কাকে বিয়ে করছেন অভিনেত্রী স্বাগতা?
প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা- শোবিজের এমন গুঞ্জন অনেক দিনের। বিষয়টি নিয়ে বরাবরই এই অভিনেত্রীর ভাষ্য, ‘সময় হলে সব কিছু বলব।’ তবে প্রেমের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও, অস্বীকার করেননি এই অভিনেত্রী।
অবশেষে স্বাগতা জানালেন, আবারও সংসারী হচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। হবু বরের নাম হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী। জন্ম, বেড়ে উঠা ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। জড়িত আছেন গান-বাজনার সঙ্গেও।
এই অভিনেত্রী আরও জানান, বিচ্ছেদের পর একাই ছিলেন তিনি। গত বছর আগস্ট-সেপ্টেম্বরের দিকে তার এক বান্ধবী তাকে রাজধানীর একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার। যদিও অনেকদিন দেখা হয়নি তাদের। পরে আবার নভেম্বরে তাদের দেখা হয়। তখন অভিনেত্রী বুঝতে পারেন, হাসান আজাদ তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। পরবর্তীতে সব ঠিক আছে বলে মনে হয় স্বাগতার কাছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এই অভিনেত্রীর কথায়, ‘আমি সেভাবে বুঝিনি। ও আমাকে বিভিন্ন সময় নানাভাবে বোঝাতে চেষ্টা করেছে, আমাকে তার পছন্দ। পরে আমি নিজেও বিয়ে নিয়ে ভাবছিলাম, পাত্র খুঁজছিলাম। তখন জানতে পারি হাসানও পাত্রী খুঁজছে। অনেক বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে অনেককিছুই জানতে পারি। বুঝলাম, সে সংসার করতে চায়। এদিকে আমিও সংসার করতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘হাসান আজাদ ও আমার মধ্যকার আর্টিস্টিক ভিউ অনেক মিলে যায়। সেও একজন আর্টিস্ট, পাশাপাশি গান করে। এটা যেমন আমার কাছে ভালো লেগেছে, তেমনি সে একজন একাডেমিক- এটাও ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমি লেখক পরিবেশে বড় হয়েছি। একপর্যায়ে এটা বুঝতে পারি, সে আমার সঙ্গে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। এদিকে আমি কাজ করতে ভালোবাসি, আর এটাকে তার সাপোর্ট করা ছিল আমার ভালোলাগার বিষয়।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’