নোয়াখালীতে কার্ড জব্দ করা সেই চেয়ারম্যান ও ডিলারকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:২০
শেয়ার :
নোয়াখালীতে কার্ড জব্দ করা সেই চেয়ারম্যান ও ডিলারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধারভোগী ৪৯২ জনের কার্ড জব্দ করা অম্বনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু ও ডিলার মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে শোকজ করা হয়েছে।  

গত বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাদের শোকজ করা হয়। এতে গতকাল বিকেল ৩টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে আজ শনিবার তারা উত্তর দেবেন বলে জানা গেছে। 

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে নৌকায় ভোট নিশ্চিতে ৪৯২ সুবিধাভোগীর কার্ড জব্দ করেছেন ইউপি চেয়ারম্যান, এমন সংবাদ প্রকাশিত হলে নোয়াখালীতে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নোয়াখালী-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুনের দৃষ্টিগোচর হয়। 

নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় চেয়ারম্যান আক্তার হোসেন দুলুকে শোকজ করা হয়েছে। সশরীরে এসে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। 

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, ‘কোনো ইউপি চেয়ারম্যান কোনোভাবেই সুবিধাভোগীদের কার্ড জব্দ করতে পারেন না। খাদ্য কর্মকর্তার মাধ্যমে দ্রুত সুবিধাভোগীদের কাছে আগামী দুই দিনের মধ্যে কার্ড ফেরত দিতে বলেছি।’

এর আগে গত ১৩ ডিসেম্বর ‘নৌকায় ভোট নিশ্চিতে ৪৯২ সুবিধাভোগীর কার্ড জব্দ করলেন চেয়ারম্যান’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। তার আগে এ ঘটনায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক।