জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪০
শেয়ার :
জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। আজ শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করে দলটি।

বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতার সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও নজরুল ইসলাম খান।