শহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা

মাগুরা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩২
শেয়ার :
শহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। আজ শনিবার সকাল ৭টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

একই সময়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা,  জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডা. শামীম কবির প্রমুখ।

এদিকে দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই জেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলের ডালা নিয়ে শহীদ বেদিতে উপস্থিত হন। 

এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।