সাতপাকে বাঁধা পড়লেন সায়নী দত্ত

বিনোদন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২১
শেয়ার :
সাতপাকে বাঁধা পড়লেন সায়নী দত্ত

বছর শেষে টালিউড, বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পর বিয়ে করেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। একই পথে হেঁটেছেন অভিনেত্রী সায়নী দত্ত। এবার সাতপাকে বাঁধা পড়লেন এ অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছে। শুক্রবার বিয়ে হলেও গত তিন মাস ধরে চলে প্রস্তুতি।

জানা গেছে, পাঞ্জাবি রীতিতে বিয়ে করেছেন অভিনেত্রী। ফোর্ট উইলিয়ামের ভেতর গুরুদ্বারে বিয়ে হয় তার। বিয়ের দিন ভিন্টেজ গাড়িতে করে আসেন সায়নীর বর। বিয়েতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। শুক্রবার শুধুমাত্র ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটাবেন বলেই ঠিক করেছিলেন নবদম্পতি। তাই এদিন টলিপাড়ার কেউ ছিলেন না। সবার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে আজ ১৬ ডিসেম্বর। যদিও আজকের অনুষ্ঠানে থাকতে পারবেন না অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। শহরে থাকছেন না তিনি। তাই শুক্রবারই সায়নীর সঙ্গে দেখা করে গেছেন আবীর। সায়নীর বিয়ের দিন ইন্ডাস্ট্রি থেকে শুধু আবীরকেই দেখা যায়।

বিয়েতে লাল লেহঙ্গায় সেজেছিলেন নায়িকা। সেই সঙ্গে মানানসই সোনার গয়নাও পরেন। অন্যদিকে সায়নীর বর গুরবিন্দরজিৎ সমরার পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি এবং মাথায় লাল পাগড়ি ছিল। দুজনের মুখেই দেখা গেছে মৃদু হাসি। 

পার্ক স্ট্রিটের একটি হোটেলে দুপুরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। 

এর আগে মেহেদি, আইবুড়োভাত, গায়েহলুদ ধুমধাম করে পালন করেছেন নায়িকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শাড়ি পরে আইবুড়ো ভাত খেয়েছেন সায়নী। তবে শুধু কলকাতায় নয়, ১৬ ডিসেম্বর এখানকার পার্টি হয়ে গেলেই চণ্ডীগড়ে উড়ে যাবেন নবদম্পতি।

এর আগে বিয়ে করেন ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেতা কুণাল ঠাকুর। নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এ তারকা।