শরিকদের আসনে আ.লীগের স্বতন্ত্র প্রার্থীও চান না ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে ৭টি আসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে আসন বণ্টন পুনর্বিবেচনা ও জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইনু।
জাসদের সভাপতি বলেন, ‘আমরা বিনয়ের সঙ্গে আসন পুনর্বিবেচনার দাবি করেছি। আমরা বলেছি, যে ৭টি আসনের প্রস্তাব করা হয়েছে সেটা আর একটু বাড়ানো দরকার এবং জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করার আহ্বান জানিয়েছি। আমরা আমির হোসেন আমুর প্রস্তাবকে প্রাথমিক প্রস্তাব হিসেবে গ্রহণ করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, শরিকদের জন্য আর আসন বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা সম্ভব নয়। এ বিষয়ে আপনার মতামত কি জানতে চাইলে জাসদ সভাপতি বলেন, ‘দলের সমন্বয়ক আমির হোসেন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের কথা বলেছেন। প্রস্তাবটির পুনর্বিবেচনার দাবি জানিয়ে আমরা আমাদের কথা বলেছি। তাই পুনর্বিবেচনার কি ফলাফল হয় দেখা যাক। তারপর আমরা উত্তর দেব।’
ইনু বলেন, ‘আজকে নির্বাচনকে ছুতো করে বিএনপি-জামায়াত চক্র কার্যত এটি সরকার উৎখাতে চক্রান্তে লিপ্ত আছে। সাংবিধানিক ধারা বানচালের চক্রান্তে লিপ্ত আছে। দেশে একটি বিদেশি রাজাকারপন্থি সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত আছে। সে চক্রান্ত থেকে দেশকে রক্ষা করার জন্য যথাসময়ে নির্বাচন করা দরকার এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখা দরকার।’
বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাড. এস কে সিকদারের সভাপতিত্বে ও মহাসচিব ড. নাসির উদ্দিন খানের স্বাগত বক্তব্যে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার বড়ুয়া ও গণতন্ত্রী পার্টির সভাপতি ড. শাহাদাত হোসেন খান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?