আচরণবিধি লঙ্ঘনের জবাব দিলেন আমু, এড়ালেন সাংবাদিকদের
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আমির হোসেন আমু। আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এসে তিনি তৃতীয় তলায় ২০ মিনিট অবস্থান করে বেরিয়ে যান।
আচরণবিধি ভঙ্গে ব্যাখ্যায় নির্বাচন কমিশনে কী জবাব দিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে আমির হোসেন আমু বলেন, ‘নো কমেন্টস।’
ঝালকাঠি-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুকে আজ সশরীরে ইসিতে হাজির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ৯ ডিসেম্বর তাকে এ সংক্রান্ত চিঠি দেয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
চিঠিতে বলা হয়, ঝালকাঠি জেলা পাক হানাদার মুক্তি দিবস’ উদযাপন উপলক্ষে জেলার নলছিটি উপজেলা পরিষদ হলরুমে গত ৮ ডিসেম্বর বেলা ১১টায় এবং ঝালকাঠি পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় নির্ধারিত সভায় আপনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আপনি ওই জনসভায় বক্তব্য দিয়ে আপনার পক্ষে ভোট চেয়েছেন, যার ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে। উল্লিখিত কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাকে ইতোপূর্বে জানানো হলেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?