সব ব্যাংককে ঋণের তথ্য জানানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬
শেয়ার :
সব ব্যাংককে ঋণের তথ্য জানানোর নির্দেশ

দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ বিতরণ, পুনঃতফসিল ও নবায়নের তথ্য দ্রুত ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মুন্‌সী মোহাম্মদ ওয়াকিদ স্বাক্ষরিত নির্দেশনায় এ কথা জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এক টাকা বা তার বেশি বকেয়া স্থিতিসম্পন্ন ঋণতথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে। সিআইবি ডাটাবেজে সংরক্ষিত ঋণতথ্যের মান অধিকতর নির্ভরযোগ্য করাসহ দ্রুত সময়ে গ্রাহকদের হালনাগাদ রিপোর্ট প্রাপ্তির লক্ষ্যে নতুন উন্নয়ন সিআইএস সফটওয়্যারে আপলোড দিতে হবে।

এতে বলা হয়, বিদ্যমান ঋণের প্রতি মাসের শেষ তারিখভিত্তিক ক্রেডিট ডাটা পরবর্তী মাসের ১ তারিখ থেকে সিআইসি বাল্ক আকারে আপলোড করতে হবে। আপলোডের সময়সীমা কোনোক্রমেই ১৫ তারিখ অতিক্রম করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণ নবায়ন/বর্ধিতকরণ/পুনর্গঠন/পুনঃতফসিল/সমন্বয় কিংবা অন্য কোনো কারণে কোনো ঋণের শ্রেণিমানে কোনোরূপ পরিবর্তন হলে যে তারিখে ঋণতথ্যের পরিবর্তন হয়েছে, সেই তারিখভিত্তিক তথ্য তাৎক্ষণিকভাবে সিআইএসে আপলোড করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ১ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সিআইসি চালু হওয়ার আগে মঞ্জুরি নতুন ঋণের সাবজেক্ট ও বাল্ক কন্ট্রাক্ট ডাটা সিআইসি ও বাল্ক আকারে আপলোড করতে হবে । ১৬ সেপ্টেম্বর ২০২৩ পরবর্তী সময়ে মঞ্জুরিকৃত নতুন ঋণসমূহের সাবজেক্ট এবং কন্ট্রাক্ট ডাটা সিআইএসে তাৎক্ষণিকভাবে এন্ট্রির মাধ্যমে আপলোড করতে হবে।

একই নির্দেশনায় ২০২২ সালের ১৬ জানুয়ারি জারি করা এ সম্পর্কিত সিআইবির ০১/২০২২ নম্বর সার্কুলার স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।