শরিকদের কারণে ‘কপাল পুড়ল’ আওয়ামী লীগের ৬ প্রার্থীর
১৪ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে তিন দলকে সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর ফলে কপাল পুড়েছে এ সাত আসনের মধ্যে ছয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি করে মোট ছয়টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টিকে (জেপি) একটি আসনে ছাড় দেওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টিকে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। জাসদকে ছাড়া হয়েছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন। আর জেপিকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির হয়ে নির্বাচন করবেন দলীয় সভাপতি রাশেদ খান মেনন। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। রাজশাহী-২ (সদর) আসনে ওয়ার্কার্স পার্টির হয়ে নির্বাচন করবেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করবেন দলের পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচন করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ আসনে কাউকেই মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। জাসদ থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচন করবেন এ কে এম রেজাউল করিম তানসেন। মো. হেলাল উদ্দিন কবিরাজকে এ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাসদের প্রার্থী মোশাররফ হোসেন। এ আসনে দলের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে জেপির প্রার্থী দলীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসকে দলটি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।