জোটসঙ্গীদের ৭ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ
১৪ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে তিন দলকে সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি করে মোট ছয়টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। এ ছাড়া জাতীয় পার্টিকে (জেপি) একটি আসনে ছাড় দেওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টিকে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। জাসদকে ছাড়া হয়েছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন। আর জেপিকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, আসন বণ্টনের বিষয়ে ১৪ দলের সঙ্গে আরও আলোচনা বাকি আছে আওয়ামী লীগের।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
১৪ দলের জন্য এই আসনগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু আমাদের সময়কে বলেন, ‘কিছু কিছু আসন বণ্টন হয়েছে।’