বদনাম ঘুচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী
গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয় গেল মাসে। সেই কথোপকথনে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ তোলেন মুন্নী। যা নিয়ে শোবিজে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। হয়েছে খবরের শিরোনামও।
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে সেই ফোনালাপটি নিয়ে কথা বলেছেন মুন্নী। অভিযোগ তীর ছুড়েছেন অপু বিশ্বাসের দিকে। জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। শুধু তাই না, তাকে ঢাল হিসেবে ব্যবহারও করেছেন অপু।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী। তাপস-মুন্নীর সেই ভিডিও সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে মুন্নীর পাশাপাশি উপস্থিত ছিলেন তাপসও। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে মুন্নী জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন অপু। এই পড়তি নায়িকার সঙ্গে তার তেমন পরিচয় নেই। একবার অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছিল তাদের।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’