অবশেষে দিল্লি যেতে পারলেন মেজর (অব.) হাফিজ
হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য ভারতের দিল্লি গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগামী শনিবার দিল্লির ফরটিন হাসপাতালে হাফিজ উদ্দিন আহমদের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমদসহ দিল্লি যাওয়া কথা ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। ওই দিন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন তাকে যেতে দেয়নি। তবে তার স্ত্রীকে যেতে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল বুধবার হাইকোর্টে রিট করেন হাফিজ উদ্দিন আহমদ। তার পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রুহুল কদ্দুস কাজল।