জাপা প্রার্থীর বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা

রাজশাহী ব্যুরো
১৪ ডিসেম্বর ২০২৩, ১০:০০
শেয়ার :
জাপা প্রার্থীর বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় তার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় রাজশাহী-৫ আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বোমাটি বাড়ির প্রধান ফটকের সামনে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক আবুল হোসেন জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত তার বাড়িতে পেট্রোল বোমা মেরেছে শুনেছেন। তিনি রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছেন। বিষয়টি পুলিশকে অবহিত করেছেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।