কুমিল্লা সিটির মেয়র আরফানুল হক রিফাত আর নেই

অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬
শেয়ার :
কুমিল্লা সিটির মেয়র আরফানুল হক রিফাত আর নেই

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।


আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালে মারা যান।


কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুল রহমান আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন।


এরআগে গত ১০ ডিসেম্বর আরফানুল হক রিফাতকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। তার কয়েকদিন আগে অক্সিজেন সেচ্যুরেশন কমে গেলে তাকে ঢাকায় শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


মেয়র আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


গত বছরের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে আরফানুল হক রিফাত নির্বাচিত হন। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। তিনি পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন রিফাত।