যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জ্বালাও-পোড়াও এবং দেশে সন্ত্রাসী কার্যকলাপ করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সিলেটের রাজনীতিতে সম্প্রীতির কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘সিলেটের মানুষ ভিন্ন রাজনীতি করলেও দেশের উন্নয়নে সবাই ঐকমত্যে থাকেন এবং একে অপরকে সহযোগিতা করেন। এখানে কোনো বিভেদ নেই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সিলেট জেলা জাপার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। তবে তিনি মনোনয়নপত্র জমা না দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন দেন। এ জন্য তাকে কৃতজ্ঞতা জানান মোমেন।