চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৫ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনে ৪৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ৯৯ জনের আপিল শুনানির বিপরীতে এ ঘোষণা দেয় ইসি। প্রার্থিতা ফেরত পায়নি ৫০ জন। আর সিদ্ধান্ত জানানো হয়নি ৪ জনের।
আজ বুধবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য সংবাদমাধ্যমে জানানো হয়।
এই নিয়ে গত ৪ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন। প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পায়। সেখানে ৩২ জন নামঞ্জুর হয় এবং সিদ্ধান্ত হয়নি ৬ জনের। দ্বিতীয় দিন ৫১ প্রার্থিতা ফিরে পেলেও নামঞ্জুর হয় ৪১জন এবং সিদ্ধান্ত হয়নি ৮ জনের। তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পায়। নামঞ্জুর হয় ৩৫ জনের এবং সিদ্ধান্ত হয়নি ৩ জনের।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে শুনানি।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। গত ১০ থেকে আগামী ১৫ ডিসেম্বর শুনানির আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ নম্বর আপিল এবং পরদিন শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানা যায়।
রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে গত ৯ ডিসেম্বর। গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে পাঁচদিনে মোট ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৯৮৫ জন। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন। সেই ৭৩১ জন থেকে ৫৬১ জন আপিল করেন। তাদের মধ্যে থেকে চারদিনে ২১৪ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাহলে এখন আপিল থেকে বৈধ প্রার্থী ফিরে পেয়ে এই পর্যন্ত মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৯৯ জনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। তারপর নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?