শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘এক কাপ ঠাণ্ডা চা’

বিনোদন প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০
শেয়ার :
শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘এক কাপ ঠাণ্ডা চা’

মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নন এমন একজন জনপ্রিয় ডাক্তার। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডারকে (চিকিৎসকের সহকারী) নিয়েই তার যাপিত জীবন। তিনি সরকারি চাকরি করলেও গ্রামে ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক আহত মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।

তার এই তৎপরতার সংবাদ পাকিস্তানি সেনারা জানতে পারলেও তিনি আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন যে, পাকিস্তানি সেনারা তাকে হত্যা করবে না। কারণ তিনি একজন চিকিৎসক। ভাগ্যের নির্মম পরিহাস ১৪ ডিসেম্বর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকিস্তানি সেনা ও তাদের দোসররা তাকে ধরে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি।

সকালের যে চায়ের কাপটিতে তাকে চা দেওয়া হয়েছিল, তা ঠাণ্ডা হয়ে বাহান্নটি বছর কেটে গেছে। এরই মধ্যে তার স্ত্রী গত হয়েছেন, মেয়ে বৃদ্ধা হয়েছেন। তার শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জল শুকিয়ে সরু হয়ে গেছে। থেমে থাকে না কোনো কিছুই। চা ঠাণ্ডা হয় তবুও পৃথিবীর কর্মচঞ্চলতা থামে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশেষ নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’।

মামুনুর রশীদের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে বিশেষ এই নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। ‘এক কাপ ঠাণ্ডা চা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশিষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ।