বিয়ের পর কীভাবে কটাক্ষ সামলাচ্ছেন, জানালেন পরমব্রত
ঘরোয়া আয়োজনে গেল ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর শুভেচ্ছা জানাচ্ছেন কাছের মানুষ ও অনুরাগীরা। তবে সমালোচনার ঝড়ও শুরু হয় নেটদুনিয়ায়। কারণ পিয়া সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাই নানা ভাবে আক্রমণ করা হচ্ছে এই নবদম্পতিকে। কাঠগড়ায় দাঁড় করানো হয় দুজনকে।
তবে পরমব্রত ও পিয়া- দুজনেই তাদের রুচি এবং পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন। প্রকাশ্যে কোনো রকম কটাক্ষের জবাব তারা দেননি। চলেছেন আপন গতিতেই। মধুচন্দ্রিমায় ঘুরতেও গিয়েছেন ইউরোপে।
এদিকে, গতকাল মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত। অনুষ্ঠান শেষে নন্দনের মূল ভবনে পরমব্রতকে ঘিরে তৈরি হয় ভক্ত-অনুরাগীদের ভিড়। কাউকে নিরাশ করলেন না দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। সেখানে প্রশ্ন আসে তার বিয়ে নিয়ে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পরমব্রত হেসে বলেন, ‘আমরা জানতাম এটা হবে। সমাজমাধ্যমে এখন প্রত্যেকেই তাদের রাগ, হতাশা এবং বিচার-বিশ্লেষণ প্রকাশ করেন। আমি এত দিন পর বিয়ে করলাম। সেটা নিয়ে তো নানা জনের নানা বক্তব্য থাকবেই! আজকাল গর্ভবতী মহিলার ছবি পোস্ট করলে তাকে পর্যন্ত মানুষ ছাড়ে না! সেখানে আমি এমন এক জনকে বিয়ে করেছি, যার আগে একটা বিয়ে হয়েছিল। তাই সবটা মিলিয়ে এ রকম যে হবে, সেটা জানাই ছিল।’
পরমব্রতের মতে, তারকা হিসাবে ট্রোলিং নিয়ে বাঁচতে তিনি শিখে গেছেন। তার কথায়, ‘আজকে সবাইকেই এটার সম্মুখীন হতে হয়। কখনো রাজ-শুভশ্রী, কখনো আবার সৃজিত-মিথিলা; সবাইকেই কিছু না কিছু ভাবে ফেস করতে হচ্ছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গত সোমবার দেশে ফিরেছেন পরমব্রত। সেকথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারিনি। কিন্তু বলেছিলাম, সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকব। আগামী বছর উৎসবের শুরু থেকেই থাকার ইচ্ছে রয়েছে।
বিয়ের পর তার জীবন কতটা বদলেছে? এমন প্রশ্নের উত্তরে পরমব্রত বলেন, ‘বিয়ের পর মানুষের জীবন তো অবশ্যই বদলায়। এত তাড়াতাড়ি হয়তো বদলটা বুঝতে পারব না। তা বুঝতে আরও কয়েকটা মাস সময় লাগবে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর কাছের বন্ধুবান্ধবদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন পরমব্রত ও পিয়া।