জায়েদ খানের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ বললেন সোহেল রানা
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন তার ‘ডিগবাজি’ কাণ্ড! এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও। তার এই ‘ডিগবাজি’ কাণ্ড নিয়ে এবার কথা বলেছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।
সিনেমার ড্যাশিং হিরো’খ্যাত এই অভিনেতা বলেন, ‘জায়েদ খান বিভিন্ন সময় বলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে। এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলব, তুমি এটা আর বলো না।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করত। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে সম্মান করব। কিন্তু এটা তুমি কি করছো?’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তোলেন সোহেল রানা। এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না।’
সঙ্গে যোগ করে এই অভিনেতা আরও বলেন, ‘জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বেশ স্নেহ করতেন কিংবদন্তি সোহেল রানা। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলকে সবসময় সমর্থন দিয়েছিলেন তিনি। তবে জায়েদ খানের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েই এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেল আজীবন সম্মাননাপ্রাপ্ত এই নায়ককে।