তাড়াশে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা
পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় প্রতি রাতেই চুরি হচ্ছে ক্ষেতের পেঁয়াজ। চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন তাড়াশের পেঁয়াজ চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর, সগুনা ইউনিয়নের হিমনগর, নওখাদা, বিন্নবাড়ি, সবুজপাড়া, চরকুশাবাড়ি ও ঈশ্বরপুর গ্রামের ৫২ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ করা হয়েছে।
সবুজপাড়া গ্রামের চষি আসাব উদ্দিন বলেন, ‘আমি ৩ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছি। ফলেছেও বেশ ভালো। কিন্তু প্রতি রাতেই পেঁয়াজ চুরি হচ্ছে। তাই ছেলেদের সঙ্গে নিয়ে ক্ষেত পাহারা দিচ্ছি। পেঁয়াজ চুরি নিয়ে আমরা বিপদে আছি।’
তিনি আরও বলেন, ‘আমার মতো সব চাষিই রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন।’
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও থানায় অবহিত করা হয়েছে। থানা পুলিশ ও গ্রাম পুলিশের প্রচেষ্টায় ক্ষেতের পেঁয়াজ চুরির ঘটনা কমে যাবে।