কল্যাণ পার্টির ভাঙন নিয়ে মুখ খুললেন সৈয়দ ইবরাহিম
জাতীয় নির্বাচনে অংশ নেওয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে নতুন কমিটি গঠনের কথা জানিয়েছেন দলটির কয়েকজন নেতা। এ বিষয়ে মুখ খুলেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
দলের ভাঙন বিষয়ে আমাদের সময়কে সৈয়দ ইবরাহিম বলেন, ‘কিছু বিভ্রান্ত ব্যক্তি, কারও কারও উসকানিতে পার্টির মধ্যে একটা বিভেদ এনেছেন। তাদের প্রতি দোয়া ও শুভেচ্ছা থাকল। তাদের প্রতি আহ্বান- বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্র পড়তে এবং তা অনুসরণ করে চলতে। যদি কল্যাণ পার্টির সঙ্গে তাদের দ্বিমত থাকে, তারা কল্যাণ পার্টি ত্যাগ করে সম্মানের সঙ্গে চলে যেতে পারেন। পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করা কাম্য নয়। যারা উসকানি দেন তাদের প্রতি আহ্বান- কাজটা ভালো না; বিরত থাকুন।’
নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে সৈয়দ ইবরাহিম বলেন, ‘কোনো চাপ বা প্রলোভন ছিল না, আমি নিজে চিন্তা করতে পারি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে যাওয়ার দাওয়াত পেয়েছিলাম; যাইনি। ওই আমলের ২০-দলীয় জোটও জানে। ২০১৮ সালের নির্বাচনে দাওয়াত পেয়েছিলাম, ২০-দলীয় জোট নির্বাচনে গেলেও আমি যেন জোট ছেড়ে সরকারি জোটে যাই। তা-ও যাইনি, এটিও ২০-দলীয় জোট জানে।’
২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের আমলে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’ প্রতিষ্ঠা করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটির বর্তমান মহাসচিব আব্দুল আউয়াল মামুন। যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গত রবিবার রাতে কল্যাণ পার্টি থেকে সৈয়দ ইবরাহিমকে বহিষ্কার করা হয়। দলটির শামছুদ্দিন পারভেজ নামের এক নেতার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নির্বাহী কমিটিতে থাকা ৪১ জন নেতাকে নিয়ে নতুন কমিটিতে গঠন করা হয়েছে। কমিটিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। তিনি এর আগে দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দ ইবরাহিমকে প্ররোচিত করায় মহাসচিব আবদুল আউয়াল ও অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসানকেও দল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, নতুন কমিটিতে দলের বর্তমান যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব ও যুগ্ম মহাসচিব ওবায়দুল হক সিরাজীকে অতিরিক্ত মহাসচিব করা হয়েছে। এ ছাড়া নতুন কমিটিতে পাঁচজনকে ভাইস চেয়ারম্যান, সাতজনকে যুগ্ম মহাসচিব, পাঁচজনকে সহকারী মহাসচিব ও ২০ জনকে সদস্য করা হয়েছে।