‘আমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, তারা নাই হয়ে যাবে’

রাজশাহী ব্যুরো
১২ ডিসেম্বর ২০২৩, ১৭:০০
শেয়ার :
‘আমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, তারা নাই হয়ে যাবে’

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বারবার আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ইতোমধ্যে চারবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন। প্রতিবার জবাব দিয়ে ক্ষমাও চেয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়ার পরও বেপরোয়া আচরণের পরিবর্তন হয়নি আবুল কালাম আজাদের। 

গতকাল সোমবার বিকেলে আবুল কালাম আজাদের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে যারা ভালো ব্যবহার করবে তাদের কাছে আমি ফেরেস্তা। যারা খারাপ করবে, তারা পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা কথা বললাম। ওই আজাহার-মাজাহার এলাকায়ই থাকবে না।’ 

এর আগে, গত রবিবার বাগমারার তাহেরপুর পৌরসভার জামগ্রাম এলাকায় আবুল কালামের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

তখন সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়োমী লীগের সভাপতি অধ্যক্ষ আজহারুল হক ও তার ভাই মাজহারুল হকের উদ্দেশে আবুল কালাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগ করতে হলে নৌকাতে ভোট দিতে হবে। নৌকার বিরোধিতা করে ওই এলাকায় থাকতে পারবে না। কারণ সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের ছেলেপেলের সঙ্গে থাকতে হবে নৌকার ভোট করতে হবে। নৌকার বাইরে কোনো মাস্তানি চলবে না।’

তিনি বলেন, ‘এনামুলের মতো লোককে ভুলিয়ে দিয়ে আমি নৌকা নিয়ে এসেছি। তার মানে বুঝতে হবে আমার কিছু কারিশমা আছে। নৌকার বাইরে কথা বললে আজাহারের চেহারা চেঞ্জ হয়ে যাবে।’

ভিডিওতে দেওয়া হুমকির বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি নিজের জানমাল দলের জন্য কোরবানি করেছি। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় র‌্যাব আমার দুই পায়ে চারটি গুলি করেছিল। এজন্য আমি অনেকটা পঙ্গু, খুড়িয়ে হাঁটি। আমার খুড়িয়ে হাঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল আমাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘ওই খোঁড়া আমার এলাকায় আসতে পারবে না।’’ এটা একজন মানুষের বক্তব্য হতে পারে না। আমি তো জন্ম থেকে খোঁড়া নই। দলের জন্য আমার এমন অবস্থা হয়েছে। এ নিয়ে তার এভাবে অবজ্ঞা করার তো কিছু নেই। যারা আওয়ামী লীগ করে তাদের তো নৌকার পক্ষেই কাজ করা উচিত।’

এ বিষয়ে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের এমন বক্তব্যের ব্যাপারে রাজশাহী-৪ (বাগমারা) আসনের তিনবারের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, ‘হুমকি-ধমকি দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারবে না। যাকে হুমকি দিয়েছেন ইতোমধ্যেই তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন। আশা করছি, নির্বাচনী ট্রাইব্যুনাল বিষয়টি দেখবে।’

এদিকে আবুল কালাম আজাদের এই ভিডিওক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষসহ বাগমারার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আবুল কালাম আজাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার অনুসারীদের হত্যার হুমকি দেওয়া ভিডিও ক্লিপসহ তার প্রার্থীতা বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এনামুল হকের অনুসারী পারভেজ হোসেন গতকাল সোমবার আবুল কালাম আজাদের বিরুদ্ধে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছেন।  

উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর বাগমারার তাহেরপুরে একটি মতবিনিময় সভায় আবুল কালাম আজাদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তিনি নির্বাচিত হলে এনামুল হকসহ তার অনুসারীদের একদিনের মধ্যে বাগমারা ছাড়া করবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনামুল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।