সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুই বেঞ্চ গঠন

অনলাইন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২
শেয়ার :
সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুই বেঞ্চ গঠন
ছবি : ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনানি করতে হাইকোর্ট বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বেঞ্চ দুটি গঠন করে দিয়েছেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবীরকে একটি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য একটি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চকে। এ দুটি

বেঞ্চ প্রার্থিতা ফিরে পেতে যে সকল প্রার্থীরা রিট করেছেন তাদের নির্বাচন সংক্রান্ত সকল মামলা শুনবেন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৫ প্রার্থী। গত রবিবার ও সোমবার দুই দিনে মোট ২৫ জন প্রার্থিতা ফিরে পেতে তাদের আইনজীবীর মাধ্যমে এসব আবেদন করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।