তিন ফরম্যাটে সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬
শেয়ার :
তিন ফরম্যাটে সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা জানাল বিসিবি

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। যেখানে বিশ্বকাপের পর এখন পর্যন্ত মাঠে ফেরেননি বিশ্বসেরা অলরাউন্ডার। এর মধ্যে তার নির্বাচনী ব্যস্ততাও শুরু হচ্ছে।

অন্যদিকে শান্তর নেতৃত্বে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। যা ভারত বিশ্বকাপে হতাশার পারফরম্যান্সে সেটি কিছুটা স্বস্তি হয়ে এসেছে দেশের ক্রিকেটে।

শান্ত অবশ্য টাইগারদের দীর্ঘ মেয়াদী নেতৃত্বে এখনও ভাবনায় নেই। কেননা সাকিবকেই তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিশ্বকাপের পর আর ওয়ানডে অধিনায়কত্ব না করার ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে লম্বা সময়ের জন্য সাকিবকেই বিসিবি নেতৃত্বে চাইছে, এমনটি জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এ নিয়ে আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে পুনর্বিবেচনার বিষয় আসে না। সাকিব এখনও আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দিয়েছি, তাকে বলেছি শুধু দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি।’

‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন। লম্বা সময়ের অধিনায়কত্বের মধ্যে সব ফরম্যাটে এখনও সে অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। সামনের ফরম্যাটগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু উঠে না। আমরা জানি সে এখনও অধিনায়ক। ’

বোর্ডের চাওয়া নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘আমরা যেহেতু তাকে অলরেডি ম্যান্ডেড দিয়েছি, আমরা চাই সে বাকিগুলো নিজে অধিনায়ক থাকুক।’