স্বামী হারালেন নির্মাতা নার্গিস আক্তার
জনপ্রিয় নির্মাতা নার্গিস আক্তারের স্বামী এবিএম ইউনুস খান আর নেই। আজ মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন নার্গিস আক্তার নিজেই।
তিনি বলেন, ‘আমার স্বামী এবিএম ইউনুস খান আজ সকাল ১১টা ৫৬ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন। আপনারা সবাই তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন উনাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এবিএম ইউনুস খান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
২০০১ সালে ‘মেঘলা আকাশ’ সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান নার্গিস আক্তার। এইডস নিয়ে সচেতনতামূলক এ সিনেমায় অভিনয় করেন মৌসুমী, শাকিল খান ও পূর্ণিমা। আরও রয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি ও মুম্বাইয়ের আইয়ুব খান। এরপর ‘চার সতীনের ঘর’, ‘মেঘের কোলে রোদ’, ‘অবুঝ বউ’, ‘পুত্র এখন পয়সাওয়ালা’, ‘পৌষ মাসের পিরীত’ প্রভৃতি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন নার্গিস। সর্বশেষ তার পরিচালনায় মুক্তি পায় ‘যৈবতী কন্যার মন’ নামের একটি সিনেমা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’